13278096_1765299277032051_345566483_n
২০ মে: সন্ত্রাসীরা কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় সানাউল্লাহ নামে হোমিওপ্যাথি এক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে। এসময় তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামানকেও কুপিয়ে আহত করে।
শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হোমিওপ্যাথি চিকিৎসক সানাউল্লাহ ও মো.সাইফুজ্জামান মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে রওনা হয়। বটতৈল এলাকায় আসার পর দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ডা. সানাউল্লাহ মারা যান।
এসময় গুরুতর আহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামান। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ড. সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031