ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন রাজধানীর মতিঝিলের চানমারীবাগ এলাকায় । এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দু’জন হলেন- জুব্বা আলী (৪০) ও ইলিয়াছ আলী (৪৫)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হাওলাদার জানান, রাতে মতিঝিল চানমারীবাগ এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা শ্রমিক কাশেম নিহত হন। এ সময় আহত হন আরও দুই শ্রমিক তারা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।।
