গোলাগুলির পর বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৯লাখ ৬২হাজার পিস ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে টেকনাফ হ্নীলার নাফনদীতে ।

সুত্রে জানায়, মায়ানমার হতে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে ১জুন দিবাগত মধ্যরাতে বিজিবির একটি বিশেষ টহল দল নাফনদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছিল।

রাত সাড়ে ৯টারদিকে জাদিমোরা বরাবর বিআরএম-৯ এর নিকটবর্তী এলাকা দিয়ে হস্তচালিত নৌকা নিয়ে বাংলাদেশের দিকে আসলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে।

তখন মাদক পাচারকারীরা গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলিবর্ষণ করে। পরে জোয়ারে পূর্ণ নদীতে ঘটনাস্থল তল্লাশী করে কাউকে পাওয়া যায়নি। পরিত্যক্ত নৌকাটি তল্লাশী করে কয়েকটি নৌকাটি জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯লাখ ৬২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

২জুন সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান ব্যাটালিয়ন হলরোমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই বৃহৎ ইয়াবার চালান উদ্ধারের বিবরণ দেন।

তিনি আরো বলেন ঈদকে সামনে রেখে আরো বড় চালান আসার সম্ভাবনা রয়েছে। সীমান্ত ফাকি দিয়ে যেন কোন মাদক ও চোরাকারবারী মালামাল পাচার করতে না পারে সে জন্য বিজিবি জওয়ানরা সতর্ক প্রহরায় রয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031