এক কারারক্ষীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের । ঐ কারারক্ষীর নাম সাইফুল ইসলাম। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর কদমতলী ফ্লাইওভারের ওপরে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে গাঁজা সরবরাহ করতে এলে আজিজুল হক বেলাল নামে এক মাদক বিক্রেতাকেও আটক করে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে জানিয়েছেন, কদমতলী ফ্লাইওভারের ওপরে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করা হয়। সন্দেহজনক আচরণের কারণে সাইফুল নামে অটোরিকশার যাত্রীকে তল্লাশি করা হয়। তার পকেটে একটি প্যাকেটে ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। পরে আমরা জানতে পারি, সাইফুল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত।
ওসি কোতোয়ালী আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছেন, কারাগারের ভেতরে এক কয়েদি তার পরিচিত এক মাদক বিক্রেতার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করতে বলেছিল। ইয়াবাগুলো সংগ্রহ করে তিনি কয়েদির ঘনিষ্ট আরেকজনের কাছে সরবরাহ করতে যাচ্ছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
