পুলিশের উপর হামলা করেছে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে অভিযান চালানোর সময়রিকশার চালক-মালিক ও তাদের পরিবারের সদস্যরা। হামলায় অভিযানে নেতৃত্ব দেয়া সিএমপি’র উপ পুলিশ কমিশনার (ট্রাফিক, উত্তর) হারুনুর রশীদ হাযারীসহ তিনজন আহত হয়েছেন। অপর দুইজন হচ্ছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদ এবং তার দেহরক্ষী শাহাদাত। গতকাল সকাল ১১টায় নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ সদস্যরা শান্ত থেকে চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হামলায় জড়িত থাকা দুইজনকে আটক করে। এরা হচ্ছেন ইকবাল ও পারভীন। একইসঙ্গে ৬২টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত দুইজনসহ অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে আলাপকালে জানা গেছে, সকাল ১০টায় আমবাগান থেকে ঝাউতলা পর্যন্ত অংশে অভিযান শুরু করে ট্রাফিক বিভাগ। শুরুতে কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করার পর সেখানে জড়ো হতে থাকে রিকশার চালক, মালিক ও তাদের পরিবারের সদস্যরা। এসময় তারা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয় দাবি করে অভিযানের প্রতিবাদ জানান। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা উচ্চ আদালতের নির্দেশনা থাকায় অভিযান চালানোর বিষয়টি অবহিত করেন। এসময় দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিকশার মালিকরা হামলা করে পুলিশের উপর। এসময় রিকশার মালিকদের পরিবারের নারী সদস্যরাও যোগ দেয়।
পুলিশের উপর হামলার বিষয়টি স্বীকার করে সিএমপি’র উপ পুলিশ কমিশনার (ট্রাফিক, উত্তর) হারুনুর রশীদ হাযারী বলেন, রিকশার মালিক ও তাদের পরিবারের সদস্যরা অতর্কিত হামলা করে। এতে আামি নিজেসহ তিনজন আহত হই। হামলাকারীরা দুয়েকটা রিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের বুঝিয়ে শান্ত করি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, কথা কাটাকটির একপর্যায়ে পুলিশের উপর হামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031