ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যার সমাধান করুন। আগে কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্য দিন। আইনের শাসন প্রতিষ্ঠা করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। সকল নাগরিকের জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকার সংরক্ষণ করুন। তার পর না হয় প্রশাসনের লোকদের এই অতি মূল্যবান গাড়ি দিন।
আমরা প্রশাসনের কর্মকর্তাদের গাড়ি দেওয়ার বিপক্ষে নই। তবে উপর উল্লেখিত কাজগুলো আগে সমাধান করে তারপর না হয় গাড়ি কেন; তার থেকেও বেশি কিছু দিন। তাতে জনগণের কিছু যায় আসবে না। কিন্তু জনগণের মৌলিক চাহিদা ও অধিকার সংরক্ষণ না করে তাদের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে সেই টাকায় কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি কর্মকর্তাদের দেবেন!! সেটা কি শালীন হবে?? এতো ধার করে ঘি খাওয়ার অবস্থা আর কি!!!
লেখা: লেখকের ফেসবুক পোস্ট।
