শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথুজের লড়াকু হাফ সেঞ্চুরি এবং অভিশকা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ২৩৩ রানের লক্ষ্যমাত্রা দিল । বিশ্বকাপে শুক্রবার দিনের একমাত্র ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩২ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৩৯ বলে ৪৯ রান করেছেন অভিশকা ফার্নান্দো। ৪৬ রান করেছেন কুশল মেন্ডিস। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস ওয়েকস ১টি, জফরা আর্চার ৩টি, মার্ক উড ৩টি ও আদিল রশীদ ২টি করে উইকেট শিকার করেছেন।

লিডসের হিডিংলিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায়। দলীয় ৩ রানে আর্চারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার দিমুথ করুণারত্নে। দলীয় ৩ রানেই ফিরে যান অপর ওপেনার কুশল পেরেরা। ওয়েকসের বলে মঈন আলীর হাতে ধরা পড়েন তিনি। ওয়ানডাউনে নেমে দারুণ ব্যাট করছিলন অভিশকা ফার্নান্দো। কিন্তু তিনি ইনিংস বড় করতে পারেননি। ৩৯ বলে ৪৯ রান করে ১৩তম ওভারে উডের বলে রশীদের হাতে ধরা পড়েন তিনি।
চতুর্থ উইকেট জুটিতে ৭১ রানের পার্টানারশিপ গড়েন ম্যাথুজ ও কুশল মেন্ডিস। আদিল রশীদের করা ৩০তম ওভারে পরপর দুই বলে দুই মেন্ডিসকে হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। ওভারের চতুর্থ বলে ফিরে যান কুশল মেন্ডিস। আর পঞ্চম বলে বোলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জীবন মেন্ডিস।

ষষ্ঠ উইকেট জুটিতে ৫৭ রানের পার্টনারশিপ করেন ম্যাথুজ ও ধনঞ্জয়া ডি সিলভা। ৪৪তম ওভারে ধনঞ্জয়া ফিরে গেলে বাকিরা তেমন কিছু করতে পারেননি। যা করার ম্যাথুজই করেছেন।
আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। তবে, দুইটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে ও মিলিন্দা সিরিবর্দনে। একাদশে ঢুকেছেন অভিশকা ফার্নান্দো ও জীবন মেন্ডিস।

দুই দলেরই এটি ষষ্ঠ ম্যাচ। আগের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে ইংল্যান্ড। ৮ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা গত পাঁচ ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। তাদের দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়। ৪ পয়েন্ট নিয়ে তারা এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ইনিংস: ২৩২/৯ (৫০ ওভার)
(দিমুথ করুণারত্নে ১, কুসল পেরেরা ২, অভিশকা ফার্নান্দা ৪৯, কুশল মেন্ডিস ৪৬, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৫*, জীবন মেন্ডিস ০, ধনঞ্জয়া ডি সিলভা ২৯, থিসারা পেরেরা ২, ইসুরু উদানা ৬, লাসিথ মালিঙ্গা ১, নুয়ান প্রদীপ ১*; ক্রিস ওয়েকস ১/২২, জফরা আর্চার ৩/৫২, মার্ক উড, বেন স্টোকস ০/১৬, মঈন আলী ০/৪০, আদিল রশীদ ২/৪৫, জো রুট ০/১৩)।
