বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান” “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত হলো সরকারী খরচে আইনগত সহায়তা বিষায়ক মতবিনিময় সভা। শনিবার সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের চেয়ারম্যান, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পর্য্যায়ের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় আইন সহায়তা কেন্দ্র কুষ্টিয়ার চেয়ারম্যান এবং কুষ্টিয়ার বিজ্ঞ জেলা ও দায়রা জজ অরুপ কুমার গে¦াসামী। তিনি বলেন, প্রত্যেকটি মানুষের আইনগত সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, সরকার মহৎ একটি উদ্দ্যোগ হাতে নিয়েছে। অসহায়, হতদরিদ্র এবং দারিদ্র শ্রেনীর যে সব মানুষ টাকার অভাবে আইনি সেবা পেতেন না, তারা এখন বিনাখরচে আইনি সেবা পাবেন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু। বিজ্ঞ জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) শাহানাজ নাসরিন এর সাবলিল উপস্থাপনায় অনুষ্টিত এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া খাতুন, বিজেএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু, জেলা ও দায়রা জজ রাকিবুল ইসলাম, চীফ জুডিশিয়াল জজ রেজাউল করিম, জেলা লিগাল এইড অফিসার হাদিউজ্জামান, কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড অনুপ কুমার নন্দী, সাধারন সম্পাদক এ্যাড, আবু সাঈদ যুগ্ন সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন মিঠু, এ্যাড. আশরাফ হোসেন, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড.তানজিলুর রহমান এনাম, এ্যাড. আবু আজম. এ্যাড মারুফ বিল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ভেড়ামারা কলেজ’র শিক্ষার্থীদের কে পুরুস্কার প্রদান করেন প্রধান অতিথি। ।
