১ ৫৬ রানের মাথায় ৬ উইকেটে হারিয়ে ধুঁকছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। পাকিস্তানকে দারুণভাবে চেপে ধরেছে আফগানিস্তান। শেষ ৬০ বলে দরকার ৭১ রান, হাতে চার উইকেট। মানে হারের শঙ্কায় পাকিস্তান। আগের ৭ ম্যাচে জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। আজ কি তবে জিততে চলেছে আফগানরা?
সকালে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানরা তুলে ২২৭ রান। তবে এই অল্প পুঁজি নিয়েই পাকিস্তানকে চেপে ধরেছে তারা।
লীডসে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে বিদায় নেন ওপেনার গুলবাদিন নাইব। ব্যক্তিগত ১৫ রান করেন তিনি। আরেক ওপেনার রহমত শাহ ৪৩ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৩৫ রান। তিন নম্বরে নামা হাসমতউল্লাহ শহিদি প্রথম বলেই বিদায় নেন। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলি ৬৬ বলে করেন ২৪ রান।
অভিজ্ঞ আসগর আফগানের ব্যাট থেকে আসে ৪২ রান। তার ৩৫ বলের ইনিংসে ছিল তিনটি চার আর দুটি ছক্কার মার। মোহাম্মদ নবী ১৬ রানে ফিরলেও রানের চাকা সচল রাখেন নাজিবুল্লাহ জাদরান। ৪৫তম ওভারে বিদায় নেন তিনি। তার আগে ৫৪ বলে ছয়টি বাউন্ডারিতে করেন ৪২ রান। রশিদ খান ফেরেন ৮ রান করে। হামিদ হাসান করেন ১ রান। সামিউল্লাহ শেনওয়ারি ১৯ এবং মুজিব উর রহমান ৭ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১০ ওভারে ৪৮ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। শাদাব খান ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে পান একটি উইকেট। মোহাম্মদ হাফিজ ২ ওভারে ১০ রানে উইকেটশূন্য থাকেন। ওয়াহাব রিয়াজ ৮ ওভারে ২৯ রান দিয়ে পান দুটি উইকেট। মোহাম্মদ আমির ১০ ওভারে ৪১ রান দিয়ে কোনো উইকেট পাননি।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে হেরেছিল পাকিস্তান। তবে, বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের লিগ পর্বে খেলা সবগুলো ম্যাচ হেরে তলানিতে অবস্থান আফগানদের। অন্যদিকে নিজেদের সাত ম্যাচে তিন জয়, তিন হার এবং পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব (অধিনায়ক), ইকরাম আলী, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশীদ খান, মুজিব-উর-রহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি এবং হামিদ হাসান।
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ
