এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে ট্রাকের ধাক্কায় মো. মামুন চৌধুরী (৩৬) নামে ।নিহত মামুন বায়েজিদের কোম্পানি বাড়ি এলাকার নুরুল আবছার চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ফ্লাইওভারে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই মোটরসাইকেল চালক। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।
