জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ঘুষ লেনদেনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছির । আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।
বাছিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন।
এর আগে দুপুর ২টার দিকে আদালতে আনা হয় দুদকের সাবেক এ কর্মকর্তাকে। শুনানিতে জামিন চেয়ে তার পক্ষের আইনজীবীরা আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আবেদনের বিরোধীতা করেন। পরে খন্দকার এনামুল বাছিরের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে গতকাল রাত সাড়ে ১০টায় দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এনামুল বাছিরকে গ্রেপ্তার করে। গত ১৬ জুলাই দুদকের সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করেন ফানাফিল্যা।
