যাত্রীবাহী স্পিডবোট উল্টে এক শিশু নিখোঁজ হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় । মঙ্গলবার সকালে মাঝপদ্মায় নিখোঁজ শিশুর নাম দ্বীন ইসলাম হোসেন (৮)।
লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাদেরুল ইসলাম খান জানান, শিমুলিয়া ঘাট থেকে ১৩ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ি ঘাটের দিকে রওনা হয়। সকাল পৌনে নয়টার দিকে স্পিডবোটটি মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে স্পিডবোটটি উল্টে যায়।
কাঁঠালবাড়ি থেকে খালি একটি স্পিডবোট শিমুলিয়ার দিকে আসছিল। সেই স্পিডবোটের সহায়তায় দুর্ঘটনাকবলিত স্পিডবোটের ১২ যাত্রীকে উদ্ধার করা হয়। তারা কেউ আহত হয়নি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
