SAMSUNG CAMERA PICTURES
ঢাকা ১ জুন : বেইলি ব্রিজটি সিমেন্টবাহী দুটি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকপুর এলাকার ।
বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কের হরিশংকপুর এলাকার লোহার এই ব্রিজটি বেশ কয়েক বছর আগে থেকেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। তাই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেতুর দুই পাশে ‘পাঁচ টনের অধিক যান চলাচল নিষেধ’ লেখা সম্বলিত দুটি সাইনবোর্ড লাগানো ছিল। তবে দেখভালের কোনো লোক না থাকায় হরহামেশাই ব্রিজটির ওপর দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করত। বুধবার ভোরে হঠাৎ দুটি ট্রাক নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। পরে প্রায় আধা ঘন্টার চেষ্টায় স্থানীয়রা একটি ট্রাকের ভেতর থেকে আহত চালক-হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউনুস আলী উপ-বিভাগীয় প্রকৌশলী রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ)  জানান, বুধবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই সড়কের গাড়িগুলো বিকল্প পথ হিসেবে বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কে চলাচল শুরু করে। ভোর ৫টার দিকে ক্ষতিগ্রস্ত ওই ব্রিজের ওপর এক সঙ্গে সিমেন্ট ভর্তি তিনটি ট্রাক ওঠে। এরপর একটি ট্রাক পার হওয়া মাত্রই অপর দুটি ট্রাককে নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। এতে একটি ট্রাক পুরোপুরি উল্টে নিচে পড়ে যায় আরেকটি ব্রিজের সঙ্গে ঝুলে থাকে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930