পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরে এলজিইডির গাড়িচালক এটিএম হাসানুজ্জামান জগলু হত্যার রহস্য উদঘাটন করেছে । পরকীয়ার জের ধরে স্ত্রী তমা ও তার প্রেমিকযুগল জগলুকে খুন করে মরদেহ যশোর সদরের চূড়ামনকাটি-বারীনগর মহাসড়কের সাঁকোর মাথায় ফেলে দেয়। নিহতের স্ত্রী তাহমিনা পারভীন তমা গ্রেপ্তার হওয়ার পর পিবিআইকে এ তথ্য জানিয়েছেন। পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক তমাকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পিবিআই।
পিবিআই সূত্রে জানা গেছে, যশোরে খুন হওয়া ঝিনাইদহের এলজিইডির গাড়িচালক এটিএম হাসানুজ্জামান ওরফে জগলু ১৯৯৯ সালে তাহমিনা পারভীন তমাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জগলু ঝিনাইদহের এলজিইডি অফিসে চাকরি করতেন। আর স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে ঢাকা শহরে থাকতেন।
২০০৮ সালে জগলু চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন।
এতে তাদের সংসারে আর্থিক সংকট দেখা দেয়। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরপর তাহমিনা পারভীন ছেলেকে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করেন। আর মেয়ে নিয়ে কুষ্টিয়ায় থাকেন।
এরই মধ্যে তাহমিনা পারভীনের সঙ্গে ঢাকার আলামিন ও মুরসালিন নামে দুই যুবকের বন্ধুত্ব হয়। যা একপর্যায়ে পরকীয়ায় রূপ নেয়।
তাহমিনা গত ঈদুল আজহার আগের দিন কুষ্টিয়ার বাসায় আসেন। কিন্তু স্বামীর সঙ্গে তার দেখা হয়নি। এ কারণে তার স্বামী জগলু ফোনে তাকে গালিগালাজ করেন। এর মধ্যে আবার ঢাকার কেরানীগঞ্জে একটি বাসা ভাড়া নেন তাহমিনা। ওই বাসায় মুরসালিনকে স্বামী আর আলামিনকে দেবর পরিচয় দিয়ে তারা লিভটুগেদার শুরু করে। এর আগে জগলু তার স্ত্রীকে অনেক টাকা দিয়েছেন। সেই টাকা বন্ধুদের পেছনে খরচ করেছেন তাহমিনা। সমপ্রতি সেই টাকা ফেরত চান জগলু।
গত ২৬শে আগস্ট মিরপুর-১৩ নম্বরে ছেলের বাসায় এসেছিলেন তাহমিনা। ওই সময় মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জগলু। এরপর আলামিন ও মুরসালিনকে মোবাইলে ডেকে এনে তাহমিনা বলেন- ‘স্বামী জগলু আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, আমার জন্য তোমরা কিছু একটা করো।’ তারা জগলুকে মেরে ফেলার পরামর্শ দেয়। এরপর তারা পরিকল্পনা করে ২৭শে আগস্ট ভোরে রওনা হয়ে যশোরে আসেন। তারা একটি আবাসিক হোটেলে ছিলেন। এরই মধ্যে জগলু স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তাহমিনা তাকে ২০ হাজার টাকা দিতে রাজি হন।
মোবাইলে যোগাযোগ করে জগলু ঝিনাইদহের শামীমা ক্লিনিকের সামনে থাকেন। রাত ১০টার দিকে ক্লিনিকের সামনে তাকে গাড়িতে পেছনের ছিটের মাঝখানে বসিয়ে তাহমিনা ও আলামিন দুই পাসে বসেন। মুরসালিন চেতনানাশক ওষুধ নাকে চেপে ধরলে সে অচেতন হয়ে যায়। তখন তিনজনে রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে তার মৃত্যু নিশ্চিত হতে গলা কেটে দেয়।
এ হত্যার ঘটনায় নিহত জগলুর ভাই এটিএম হাকিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। স্বামী খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্তৃপক্ষ স্ত্রী তাহমিনাকে নিজ কার্যালয়ে তলব করে পিবিআই। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে তহমিনা। তখন পিবিআই তাকে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহমিনা স্বামী জগলু হত্যা সম্পর্কে লোমহর্ষক তথ্য প্রদান করে। গত রোববার তাহমিনাকে জেল হাজতে প্রেরণ করে। এদিকে তাহমিনার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম ঢাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি ও তার চালককে আটক করেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031