ku

ঢাকা ৮ জুন :অঘটন ঘটাল স্পেন বনাম জর্জিয়ার ম্যাচে ইউরো শুরুর আগে সম্ভবত সবচেয়ে বড় । এখন পর্যন্ত ইউরো বা বিশ্বকাপের মূল পর্বে না খেলা জর্জিয়ার কাছে ১-০ গোলে হেরে গেলো তারা। প্রস্তুতি পর্বে আগের দুটি ম্যাচে সহজেই জিতেছিল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। বসনিয়াহার্জেগোভিনাকে ৩-১ ব্যবধানে হারানোর তিন দিন পর গত বুধবার দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশরা।

সেভিয়ায় মঙ্গলবার রাতে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগও পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ২২তম মিনিটে জেরার্ডো পিকের হেড পোস্ট ঘেষে চলে যায়। এর কিছুক্ষণ পর থিয়াগো আলকান্তারার শট দুর্ভাগ্যবশত পোস্টে লাগে। সেস ফাব্রেগাসের আরেকটি জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জর্জিয়া গোলরক্ষক।

৪০তম মিনিটে পাল্টা আক্রমণে কাছ থেকে বল জালে জড়িয়ে স্বাগতিক সমর্থকদের থমকে দেন মিডফিল্ডার তরনিকে অকরিয়াশভিলি।দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে চেষ্টা করে গেলেও সাফল্য পায়নি গত দুবারের ইউরো চ্যাম্পিয়নরা।১৩ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযানে নামবে স্পেন। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও ক্রোয়েশিয়া।

 

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930