আরো ১৫৩ বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বুধবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেন। বরাবরের মতো প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে ফেরত আসাদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়। কুমিল্লার শাহজাহান মিয়া বলেন, মাত্র দেড় মাস আগে সৌদি আর?বে গিয়েছিলেন। কিন্তু ধরপাকড়ের শিকার হয়ে শুন্য হাতে দেশে ফিরতে হলো তাকে। কুষ্টিয়ার রুহুল আমিন শুধু শূন্য হা?তে ফি?রে?ছেন তাই নয়, তার পা?য়ে জুতাও ছিল না। তি?নি জানান,  ১১ মাস আ?গে গি?য়ে খালি হাতে ফির?তে হ?লো। ব্রাহ্মণবা?ড়িয়ায় নজরুল ইসলাম জানান, তিনিও দেড় মাস আগে গিয়েছি?লেন।

খরচের টাকাও তুলতে পারেননি। নওগাঁর সাত্তার ও রাজবাড়ীর নাজমুল গিয়েছিলেন মাত্র আড়াই মাস আগে। কিশোরগঞ্জের খালেদের গল্প অন্যরকম। তার ব্যবস্যা ছিলো সৌদি আরবে। তি?নি জানান, ৫০ হাজার রিয়ালের ব্যবসা রেখেই শুন্য হাতে দেশে ফিরতে হয়েছে তাকে। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছ?র এখন পর্যন্ত অন্তত ১৮ হাজার বাংলাদেশি?কে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। সাধারণ ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গি?য়ে ধরা পড়ে ফেরত আস?ছেন। অ?নে?কে খর?চের টাকাও তুল?তে পার?ছেন না।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031