e

চট্টগ্রাম ১০ জুন : ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া উম্মাদ হয়ে গেছেন,গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ সরকারের কাছে আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন ।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতা দখলের জন্য দেশের রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ সরকারের কাছে রয়েছে।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তার সহযোগীরা আগুন সন্ত্রাস, মানুষ পোড়ানোর ঘটনা আড়াল করতেই গুপ্তহত্যার পথ বেছে নিয়েছেন।

গুপ্তহত্যার সঙ্গে সরকার জড়িত আছে- খালেদা জিয়ার এই বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, সরকারকে দোষারোপ করে লাভ নেই। মানুষ পোড়ানো, আগুন সন্ত্রাস ও জঙ্গি তৎপতরার সঙ্গে সংশ্লিষ্ট গ্রেপ্তার হওয়া ৬০০ জনের মধ্যে ৯৯ শতাংশই বিএনপি-জামায়াত কর্মী।

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা প্রসঙ্গে ইনু বলেন, পুলিশ গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সমর্থ হয়েছে। আশা করছি মিতু হত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত খুঁজে বের করতে পারবে। জড়িত সন্দেহে ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে আটক করেছে। এজন্য একটু ধৈর্য্য ধরতে হবে।

মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের জাসদ নেতা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031