দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে ।
আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়।
এর আগে দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে, ফালুর মালিকানাধীন রোজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট -এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কাওরান বাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং  কাকরাইলে ৫০ কোটি টাকা মূল্যের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031