মুসল্লীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসা মাঠে গতকাল জুমার নামাজে অংশ নিতে ঢল নেমেছিল। বেলা বাড়ার সাথে সাথে নামাজে অংশ নিতে মাদরাসা প্রাঙ্গণ, জুলুস মাঠ, নাজির পাড়া সড়কসহ আশেপাশের পুরো এলাকা কানায় কানায় ভরে ওঠে। বেলা ২টার পর জুলুস মাঠে স্থাপিত মঞ্চে আওলাদে রাসুল (দ) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মাজিআ) জুমার খুতবা পাঠ ও পরে নামাজে ইমামতি করেন। নামাজ শেষে মুনাজাত করেন রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (মাজিআ)। এসময় শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্‌ (মাজিআ), আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র কেবিনেট নেতৃবৃন্দ-সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি নব-দিক্ষিত মুরিদানদের যথাযথভাবে হযরাতে মাশায়েখ কেরামের নির্ধারিত ‘ছবক’ মহব্বতের সাথে আদায় করার পাশাপাশি মাজহাব ও মিল্লাত, ঈমান-আক্বিদার ভিত্তিকে মজবুত করার নির্দেশ দেন। রাসুলে করীম সাল্ল্লাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্ল্লাম’র নির্দেশানুযায়ী এতিম, মিসকিন আর পাওনাদের হক যথাযথভাবে আদায়ের জন্য তিনিও নির্দেশ দেন। হুজুর কেবলায়ে আলম’র নির্দেশাবলী বাংলায় তরজমাসহ সিলসিলার কার্যক্রম পরিচালনা করেন জামেয়ার শায়খুল হাদীস মাওলানা মুফতি ওবাইদুল হক নঈমী। জুমার নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, মুফতি সৈয়দ আবদুল ওয়াজেদ, দায়েম নাজির জামে মসজিদের খতিব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ মাদ্দাজিল্লুহুল আলী নামাজ শেষে হাজার হাজার মুসল্লীদের সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকায় দিক্ষিত করেন এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন।
আজ রাউজানে সুন্নী কনফারেন্স
আজ শনিবার রাউজান উপজেলা গাউসিয়া কমিটি (উত্তর) শাখা আয়োজিত রামাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (মজিআ)। রাউজান সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টায়। হুজুর কেবলা এখানে মাগরিব ও এশা নামাজে ইমামতি করবেন। রাউজান আরআরএসি সরকারি হাই স্কুল মাঠে মহিলা ও কলেজ মাঠে ভক্তদের বাইয়াত করাবেন বলে জানিয়েছেন উত্তর জেলা গাউছিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী। কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ ও সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ (মাজিআ)। একইদিন দুপুরে আল্লামা তাহের শাহ (মজিআ) উপজেলার নোয়াজিশপুর যাবেন। সেখানে তিনি তৈয়্যবিয়া তাহেরীয়া মনা আকবর হেফজ ও এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এখানে জোহরের নামাজে ইমামতি করবেন এবং কোরআনে হাফেজদের দস্তরে ফজিলত প্রদান করবেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান লায়ন সরোয়াদ্দি সিকদার।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031