পুলিশ কক্সবাজারের মহেশখালীতে সাগরপথে মালয়েশিয়াগামী ২৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে। গতকাল বিকাল তিনটার দিকে মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের প্রত্যেককে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয় পাচারকারীরা।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে ওঠায় দালাল চক্র। মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের প্যারাবনে এসে মালয়েশিয়া পৌঁছে গেছে এ কথা বলে তাদের ট্রলার থেকে নামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাদিয়ার প্যারাবন থেকে তাদের উদ্ধার করা হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
