rangamati-1024x446-700x336

চট্টগ্রাম১৪ জুন :পার্বত্য চট্টগ্রাম জনসংহতি স মিতির ডাকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ আজ দ্বিতীয় দিনের মতো চলছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট কারচুপির প্রতিবাদ এবং পুনর্নির্বাচনের দাবিতে  মঙ্গলবার ভোটর ৬টা থেকে রাঙামাটি শহরে আজও দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। একই অবস্থা নৌ পথেও। এছাড়া, শহরের অভ্যন্তরীণ রুটে অটোরিকশা মোটর সাইকেল চলাচলও বন্ধ রয়েছে। শহরের প্রাণ কেন্দ্র বনরূপায় এলাকায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে, অবরোধ সমর্থনকারীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দুই দিনের টানা অবরোধের কারণে রাঙামাটি শহর অন্যান্য উপজেলা সদর ও দেশের অন্যান্য স্থানের সাথে যোগাযোগ বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রসঙ্গত, ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ছাট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল করে তাদের প্রার্থীকে বিজয়ী করার অভিযোগ আনেন তারা। পরে গত বৃহস্পতিবার রাঙামাটিতে এক বিক্ষোভ সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ওরফে সন্তু লারমার রাঙামাটিতে ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা করেন।

 

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930