মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্তির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন । আজ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মন্ত্রী হিসাবে এর দায় নিচ্ছি। যারা আঘাত পেয়েছেন তাদের কাছে দুঃখপ্রকাশ করছি।

তিনি বলেন, এ বিষয়ে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ব্যাপকহারে অভিযোগ পেলে তালিকা প্রত্যাহারের চিন্তা করা হবে বলেও জানান তিনি।

আ ক ম মোজ্জাম্মেল হক আবারও বলেন, এ তালিকা আমরা তৈরি করিনি। দাবির প্রেক্ষিতে নথিপত্র দেখে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ভুল নাম তালিকাভুক্ত হলে যাচাই-বাছাই করে তা বাদ দেয়া হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031