নকিয়া ২.৩ গত সপ্তাহে মিশরের কায়রো শহরে বিশ্বের সামনে উন্মোচন করে। তবে কোনো দেশেই এই ফোন লঞ্চ করেনি এইচএমডি গ্লোবাল। এবার ফোনটির টিজার প্রকাশ করল কোম্পানিটি। টিজার প্রকাশের পরই বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে এই বাজেট স্মার্টফোন।

নকিয়া ২.৩ ফোনে রয়েছে আলাদা গুগল অ্যাসিসট্যান্ট।  নকিয়া দাবি করছে এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।

গ্লোবালি নকিয়া ২.৩ এর দাম ১০৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় ১০ হাজার ৩১২ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ডুয়েল সিমের নকিয়া ২.৩ অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ভার্সনে ফোনটি পাওয়া যাবে।

ছবি তোলার জন্য নকিয়া ২.৩ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ক্যামেরায় ভালো ছবি তোলার জন্য শাটার বাটন প্রেস করার আগেই ১৫ টা ছবি তুলতে থাকে নকিয়া ২.৩। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোরজি কানেক্টিভিটি সমৃদ্ধ ফোনটিতে ব্যাকআপের জন্য ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। 

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031