মৌলভীবাজার শহর থেকে কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় যাওয়ার পথে অটোরিকশা যাত্রী দুই গৃহবধূ গণধর্ষণের শিকার
হয়েছেন। দুই গৃহবধূর অভিযোগ- অটো চালক ও তার সহযোগী ৯ জন তাদের ওপর বর্বর নির্যাতন করেছে। বর্তমানে ধর্ষিতা দুই গৃহবধূ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দুটি অটোরিকশাসহ ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ ও নির্যাতনের শিকার দুই গৃহবধূ সূত্রে জানা যায়, ধর্ষিতা দুই নারী পরস্পরের পূর্ব-পরিচিত। এক সন্তানের জননী ধর্ষিতা থাকেন মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের মৌলভীবাজারের শিমুলতলায়। তার স্বামী একটি মামলায় বর্তমানে জেলহাজতে।

দুই সন্তানের জননী গৃহবধূ থাকেন কমলগঞ্জের শমশেরনগর ভাড়া বাসায়। তার স্বামী টমটম চালক। গৃহবধূ শুক্রবার জেলহাজতে স্বামীকে দেখে আসার পথে অপর গৃহবধূর সঙ্গে দেখা হয়। দু’জনে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে (চার ভাই পরিবহন নামের অটোরিকশা মৌলভীবাজার-থ-১১-৮৫০৭) যোগে শুক্রবার সন্ধ্যায় নিজ নিজ বাড়ি রওয়ানা হন। চালক মূল সড়কে না গিয়ে মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের কালেঙ্গা পথে নিয়ে যায়। এ সময় চালক রাস্তায় দুজন যাত্রী উঠায়। দেওড়াছড়া বাগানের কাছে পৌঁছালে পিছনে আরো একটি সিএনজি তাদের পিছু নেয়। চা বাগানের পাহাড়ি এলাকায় পৌঁছামাত্র ৮-৯ জন দুর্বৃত্ত তাদের উপর পাশবিক নির্যাতন চালায়। এই সময় তারা একজন চালকের নাম শুনতে পান ইউছুফ। পরে তাদের চিৎকারে পথচারীসহ আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয় এক ইউপি মেম্বার ও এলাকার লোকজন তাদের উদ্ধার করে রাতে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠান। হাসপাতালে কথা হয় এক সন্তানের জননী গৃহবধূর সঙ্গে। তিনি জানান, রাতে কাজ থেকে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্নভাবে খবর নিয়ে জানতে পারেন এই করুণ কাহিনী। তিনি এই ঘটনার বিচার চান। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা রত্নদ্বীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতনের শিকার দুই গৃহবধূকে শুুবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে চিকিৎসা চলছে। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চার ভাই পরিবহন নামের অটোরিকশা মৌলভীবাজার-থ-১১-৮৫০৭ ও অপর অটোরিকশা মৌলভীবাজার-থ-১২-৭৬১০ জব্দ করে পুলিশ। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031