বার্সেলোনা স্প্যানিশ লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে বিধ্বস্ত করেছে। এতে জয় দিয়ে বছর শেষ করল তারা। এমনকি লা লিগায় শীর্ষ থেকে বছর শেষ করছে যাচ্ছে। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট অর্জন করেছে মেসিরা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৩৬ পয়েন্ট। গোল ব্যাবধানে বেশ এগিয়ে বার্সা, তাই সেরা হিসেবে ২০১৯ শেষ করার সুযোগ রয়েছে তাদের সামনে।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোল আদায় করে বার্সা। বিরতির পর আলাভেস ব্যবধান কমায়। এরপর মেসি ও সুয়ারেজেের গোলে ৪-১ এ জয় পেল কাতালান শিবির। ১৪ মিনিটেই গ্রিজম্যানের গোলে শুরুতে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের শেষ মুহুর্তে ব্যবধান দ্বিগুণ করেন ভিদাল। বিরতির পর খেলার গতি কিছুটা কমিয়ে দেয় বার্সেলোনা। এতে ৫৬ মিনিটে এক গোল শোধ করে আলাভেস। তবে ৬৯ মিনিটে মেসি ও ৭৫ মিনিটে গোল আদায় করেন সুয়ারেজ ।
