এই বছরটা খুবই জঘন্যভাবে শেষ হচ্ছে। নতুন বছরে সবাইকে একত্র করে বৃহত্তর ঐক্যের মাধ্যমে এই দেশকে বাঁচানোর জন্য যা করার সবকিছুই করা হবে ঐক্যফন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন । এই বিনা ভোটের সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় তীব্র জানিয়েছেন ড. কামাল। সোমবার মতিঝিলের নিজের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে দেশের মানুষ আজ গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় ডাকসু ভিপি নুরুল হক নুর, এবিএম সোহেল, হাসান আল মামুন, রাশেদ খান ফারুকসহ প্রায় অর্ধশতাধিক ছাত্র গুরুতর আহত হয়। কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
