শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন বাউল উৎসব ফরিদপুরে । শনিবার সন্ধ্যা সাতটায় ৫ম লালন বাউল জাতীয় উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, লালন প্রেমে মজে উঠুন, সবার হৃদয়ে জাগ্রত হোক লালনের শাহের মর্মবাণীর মানবতার গান। আপনারা সকলে একেক জন লালন হয়ে ছড়িয়ে পড়ুন। ফরিদপুরে এ বিষয়ে কোনো একাডেমি করা যায় কি না আমি বিষয়টি দেখবো।

তিনি বলেন, লালন সংগীতে সত্য ন্যায়ের পথ খুঁজে পাওয়া যায়। তার দর্শনে ঈশ্বর আরাধনার মাধ্যম রয়েছে এই উৎসবে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। লালন শাহ্ নিয়ে বলার মত পন্ডিত আমি নই, আমার মন খারাপ হলে আমি লালন সঙ্গীত শুনি আবার আনন্দতেও এই গান শুনি, এই জগতের শিল্পীদের বাঁচিয়ে রাখতে হবে।

উদ্বোধনের পর তিনি ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে সাংবাদিক বিজয় পোদ্দারের একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।

উৎসবের আহবায়ক ও আয়োজিত সংগঠন ফরিদপুর লালন পরিষদের সভাপতি বাউল গুরু পাগলা বাবলুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও লালন গবেষক খবিরুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাছ হোসেন প্রমুখ।

জাত গেল জাত গেল বলে…….. লালন বলে জাতির কিরূপ দেখলামনা দুই নয়নে বিভিন্ন গানে হাজারো দর্শক ও অতিথি বৃন্দ মুগ্ধ হন।

শনিবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী সোমবার পর্যন্ত। উৎসবের সমাপনী দিনে বিশেষ অবদানের জন্য লালন পরিষদ প্রবর্তিত খোদাবক্স শাহ্ পুরস্কার প্রদান করা হবে। এ বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন সমাজ সেবায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর-৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাউল সংগীতে আব্দুর রহমান বাউল ও সাহিত্যে আশরাফ আলী।

তিন দিনব্যাপী এ উৎসবে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাউল সাধক, শিল্পী, কবিরা অংশ নিচ্ছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031