জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার ধর্ষণকারীদের বিনা বিচারে ক্রসফায়ারে হত্যা করার দাবী জানিয়ে জাতীয় সংসদে বক্তব্য উত্থাপনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন । বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে তারা বলেন, অপরাধীদের বিচারের আওতায় না এনে বিনা বিচারে হত্যার প্ররোচনা রাষ্ট্রকে চরম নৈরাজ্যের দিকে নিয়ে যাবে। আইন-আদালতকে অপ্রয়োজনীয় করে তুলবে, বিচারহীনতার সংস্কৃতির শক্তি যোগাবে। সারা বিশ্ব  ধর্ষণকারীসহ ভয়ংকর অপরাধীদের যখন আইনের আওতায় এনে কঠোর সাজা নিশ্চিত করছে, তখন বাংলাদেশ থেকে আইনের শাসন বিদায় করার দাবী আত্মপ্রতারণার সামিল। রাষ্ট্রে প্রতিনিয়তই বেআইনী ক্রসফায়ার হচ্ছে কিন্তু অপরাধ ক্রমাগতই বেড়ে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া অপরাধ দমনের আর কোন বিকল্প নেই। বিবৃতিতে আরো বলা হয়, স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক জনগণের অংশগ্রহণপূর্ণ শাসন ব্যবস্থার মাধ্যমেই নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মান করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031