images_117111

ঢাকা ১৮ জুন :শনিবার রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উত্তরায় বিপুল অস্ত্র উদ্ধার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা দেশে স্বাধীনতা চায় না, গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশের উন্নয়নে বিশ্বাস করে না, যুদ্ধাপরাধীদের বিচার চায় না, এমন চক্রই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আজকের অস্ত্র উদ্ধার এই ষড়যন্ত্রেরই অংশ।

দেশব্যাপী সাঁড়াশি অভিযানে ব্যাপক সফলতা এসেছে বলেও দাবি করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ অভিযানে আমরা শতাধিক জঙ্গিকে গ্রেফতার করেছি। আর নিজেদের কাছে অস্ত্র রাখা নিরাপদ মনে করেনি বলেই নাশকতাকারীরা এতোগুলো অস্ত্র এখানে রেখে গেছে।
ফেলে যাওয়া এসব অস্ত্র কে বা কারা এনেছে তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট কাজ শুরু করেছে বলেও জানান ডিএমপি কমিশনার।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশে দিয়াবাড়ি খাল থেকে ৯৭টি পিস্তলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অন্যান্য অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০টি বেয়নেট, এক হাজার ৬৫ রাউন্ড গুলি, ৪৬২টি ম্যাগজিন ও গুলি তৈরির মোল্ট ১০৪টি।
গোপন সংবাদে শনিবার বিকালে উত্তরার ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসব উদ্ধার করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031