যথাযথ কিনা, তা না বুঝেই নিজের দায়িত্ব মনে করে সেই আবদার রাখতে উদ্যতও হয়েছিলেন বল গার্ল৷ তবে আপত্তি জানান চেয়ার আম্পায়ার৷ তাঁর নির্দেশেই টেনিস তারকার নির্দেশ প্রত্যাখ্যান করেন কিশোরী ম্যাচের ফাঁকে অদ্ভূত আবদার খেলোয়াড়ের!
অস্ট্রেলিয়ান ওপেনে এমনই এক বিতর্কিত মুহূর্তের সাক্ষী থাকল মেলবোর্ন পার্ক৷ ২১ বছর বয়সী ফরাসি টেনিস তারকা এলিয়ট বেঞ্চেত্রিত প্রথম রাউন্ডের ম্যাচে কোর্টে নেমেছিলেন জাপানের য়ুইচি সুগিতার বিরুদ্ধে৷
কোয়ালিফায়ারের বাধা টপকে মূল পর্বে জায়গা করে নেওয়া এলিয়ট ম্যাচের বিরতিতে বিশ্রাম নিচ্ছিলেন৷ তখন কোর্টে দায়িত্বে থাকা বল গার্ল তাঁর উদ্দেশ্যে কলা এগিয়ে দেন৷ টেনিস তারকাদের ম্যাচের মাঝে কলা খাওয়া অতি স্বাভাবিক ঘটনা৷ শরীরে তৎক্ষণাৎ শক্তি জোগান দেওয়ার জন্যই আয়োজকরা কোর্টে খেলোয়াড়দের জন্য বরাদ্দ রাখে কলা৷
বল গার্ল কলা এগিয়ে দেওয়ার পর এলিয়ট তাঁকে ইশারায় কলার খোসা ছাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন৷ বিষয়টি ভালোভাবে নেননি চেয়ার আম্পায়ার৷ তিনি তৎক্ষণাৎ বল গার্লকে কলার খোসা ছাড়িয়ে দেওয়া থেকে বিরত করেন৷ আম্পায়ারের সঙ্গে এই নিয়ে বচসাও বাধে এলিয়টের৷ পরে অবশ্য নিজেকেই খোসা ছাড়িয়ে কলা খেতে হয় টেনিস তারকাকে৷
বল কুড়িয়ে দেয়া থেকে পানি, তোয়ালে, এনার্জি ড্রিংকস এমনকি খেলোয়াড়দের কলা এগিয়ে দেওয়ার জন্য নিযুক্ত থাকেন বল বয় বা বল গার্লরা৷ সাধারণত টেনিসের শিক্ষানবিশরাই এই কাজে নিয়োজিত হন৷ মাঝে মাঝে বিশ্রামের সময় খেলোয়াড়দের মাথায় ছাতা ধরতেও দেখা যায় বল কিডদের৷ তবে তাদের কলার খোসা ছাড়িয়ে দিতে বলার বিষয়টি ভালো চোখে দেখছে না টেনিসবিশ্ব৷ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনা হয় এলিয়টের এমন আচরণের৷
