road-_117301

ঢাকা ২০ জুন : তুরাগ পরিবহনের একটি বাসের চাপায় রাজধানীর ভাটারা এলকায়  এক গৃহকর্মী নিহত হয়েছেন। তার নাম ঝর্না আক্তার (২৫)। আজ সোমবার দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, আজ সকাল পৌনে নয়টার সময় ভাটারা নতুনবাজার এলাকায় রাস্তা পারাপারের সময়ে তুরাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর একটার সময়ে মৃত ঘোষণা করেন। সে ভাটারা এলাকার একটি বাড়িয়ে গৃহকর্মীর কাজ করত। তার সাত বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত ঝর্না আক্তার ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিম হোসেনের স্ত্রী।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ তবে তার চালক ও হেলপার পালিয়ে গেছে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930