পুলিশ সদস্যকে কামড়ে আহত করে পালিয়েছেন ডাকাত দলের সদস্য হবিগঞ্জের মাধবপুরে । বুধবার দুপুরে উপজেলার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আশরাফুল আলম সরলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে ডাকাত দলের সদস্য সৈকত মিয়াকে আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশরাফুল আলম সরল। এ সময় তাকে কামড় দিয়ে পালিয়ে যায় সৈকত।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতদলের সদস্য সৈকতকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
