পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ রাওয়ালপিন্ডি টেস্টে রবিবার বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন । তাতে বড় হারের অপেক্ষায় রয়েছে টাইগাররা। এদিন দিনের শেষ সেশনে ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলে নাজমুল হোসেন শান্ত, পঞ্চম বলে তাইজুল ইসলাম ও ষষ্ঠ বলে মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন নাসিম। টেস্ট ক্রিকটে এটি ৪৫তম হ্যাটট্রিক। দিন শেষে ৮৬ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

গত শুক্রবার রাওয়াপিন্ডিতে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ২৩৩ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। ওইদিন টাইগারদের ইনিংস শেষ হওয়ার পরই দিনের খেলা শেষ হয়েছিল।

শনিবার ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করতে নামে পাকিস্তান। ৩ উইকেটে ৩৪২ রান করে দিনের খেলা শেষ করে তারা। রবিবার স্বাগতিকরা আবার ব্যাটিংয়ে নামে। দিনের দ্বিতীয় সেশনে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ৪৪৫ রান করে অলআউট হয় তারা। অর্থাৎ, প্রথম ইনিংস শেষে তারা ২১২ রানের লিডে থাকে।

দ্বিতীয় সেশনেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে। ১ উইকেটে ৫১ রান করে চা বিরতিতে যায় টাইগাররা। তৃতীয় সেশনের শেষ দিকে হুড়মুড়িয়ে উইকেট না হারালে দিনটা ভালোভাবে যেতে পারতো বাংলাদেশের। কিন্তু ২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে এখন বড় হারের অপেক্ষায় বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে মুমিনুল হকদের সংগ্রহ ৬ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ এখনো ৮৬ রান পিছিয়ে রয়েছে। সুতরাং, এই ম্যাচে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৯ রানে ওপেনার সাইফ হাসানকে হারায়। দলীয় ৫৩ রানে ফিরে যান তামিম ইকবাল। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুমিনুল হক ও শান্ত। তারা ৭১ রানের জুটি গড়েন।

শেষ বিকালে ৪১তম ওভারে বোলিংয়ে আসেন নাসিম শাহ। ওভারের চতুর্থ বলে শান্তকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। দিনের খেলা শেষের পথে, তাই সলিড ব্যাটসম্যান না পাঠিয়ে তাইজুলকে পাঠানো হয় ব্যাটিংয়ে। কিন্তু পরের বলে তাইজুলও এলবিডব্লিউ হন। ওভারের শেষ বলে হারিস সোহেলের হাতে ধরা পড়েন রিয়াদ। আর ৪৫তম ওভারে ইয়াসির শাহর বলে বোল্ড হয়ে যান মোহাম্মদ মিথুন।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে ৮৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৩ (৮২.৫ ওভার)

(তামিম ৩, সাইফ ০, শান্ত ৪৪, মুমিনুল ৩০, মাহমুদউল্লাহ ২৫, মিথুন ৬৩, লিটন ৩৩, তাইজুল ২৪, রুবেল ১, রাহি ০, ইবাদত ০*; শাহীন আফ্রিদি ৪/৫৩, আব্বাস ২/১৯, নাসিম ১/৬১, ইয়াসির ০/৮৩, হারিস ২/১১)।

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৪২/৩* (৮৭.৫ ওভার)

(শান মাসুদ ১০০, আবিদ আলী ০, আজহার আলী ৩৪, বাবর আজম ১৪৩, আসাদ শফিক ৬৫, হারিস ৭৫, রিজওয়ান ১০, ইয়াসির ৫, শাহীন ৩, আব্বাস ১*, নাসিম ২; ইবাদত ১/৯৭, আবু জায়েদ ৩/৮৬, রুবেল হোসেন ৩/১১৩, তাইজুল ২/১৩৯, মাহমুদউল্লাহ ০/৬)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১২৬/৬* (৪৫ ওভার)

(তামিম ৩৪, সাইফ ১৬, শান্ত ৩৮, মুমিনুল ৩৭*, তাইজুল ০, মাহমুদউল্লাহ ০, মিথুন ০, লিটন ০*; শাহীন আফ্রিদি ০/৩৫, আব্বাস ০/২০, নাসিম ৪/২৬, ইয়াসির ২/৩৩, হারিস ০/১২)।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031