জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সিরিজের দুই-তৃতীয়াংশ শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে । আগামী শনিবার তিন ফরম্যাটের ক্রিকেটে অংশগ্রহণ করতে ঢাকায় পা রাখবে ক্রেইক আরভিনের নেতৃত্বাধীন দলটি। দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে টাইগাররা। তাই অডিআই নিয়েই সরব আলোচনা। তবে চমকের বিষয় হল- মাশরাফি বিন মুর্তজাকে নিয়েই এই সিরিজের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!

সাদা পোশাকের ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় না নিলেও তাতে ‘ফুলস্টপ’ পড়েছে ২০০৯ সালে। টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০১৭ সালে। বাকি থাকে শুধু ওয়ানডে ফরম্যাট। গতবছর ইংল্যান্ড বিশ্বকাপের পর এই ফরম্যাটেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করা হয়নি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের।

মাশরাফিকে নিয়ে এর মধ্যে জলঘোলা কম হয়নি। অনেকেই নড়াইল এক্সপ্রেস অধ্যায়ের পরিসমাপ্তি দেখে ফেলেছেন। খোদ বিসিবি সভাপতিই সরাসরি বলেছিলেন, মাশরাফি চাইলে বেশ ঘটা করেই মাঠ থেকে তার বিদায়ের ব্যবস্থা করবে বোর্ড। তবে নিজের অবসর ভাবনার কথা খোলাসা করেননি মাশরাফি। এখনো অধিনায়কের পদে বহাল আছেন তিনি।

বিশ্বকাপের পর কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলেও ধারাবাহিক ছিল না মাশরাফির পারফরম্যান্স। তবে আগামী মার্চের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুযের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাশরাফিকে রেখে্ পরিকল্পনা সাজাতে যাচ্ছে বোর্ড।

কিছুদিন আগে এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘এ জায়গাটা (জিম্বাবুয়ে সিরিজে মাশরাফির থাকা) নিয়ে আমরা এখনো চিন্তা করিনি। কারণ এখন টেস্ট চলছে। আপাতত টেস্ট নিয়ে চিন্তা করছি। টেস্ট ক্রিকেট শেষ হলেই এটা নিয়ে ভাববো।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষ করে দেশে ফিরেছে দল। এবার ভাবনায় জিম্বাবুয়ে সিরিজ। যার কারণে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক নান্নু আর হেড কোচ রাসেল ডমিঙ্গো। সেই আলোচনার ফলাফল জানা না গেলেও আভাস মিলেছে এই সিরিজে মাশরাফির থাকা নিয়ে। জানা গেছে, দুই-একদিনের মধ্যে মাশরাফির সঙ্গে কথা বলবেন নাজমুল হাসান পাপন।

এদিকে সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে আবার না ফেরা অবধি মাশরাফিকে খেলিয়ে যাওয়ার পক্ষে বিসিবি। যেখানে এই ফরম্যাটে আপাতত অধিনায়ক মাশরাফির বিকল্প ভাবতে চাইছে না বোর্ড।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728