সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল মূল সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশ সফরে গা গরমের জন্য একটি দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে । আগামীকাল (মঙ্গলবার) বিকেএসপিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে ম্যাচের প্রথমদিন মাঠে নামবে তারা। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

বেশিরভাগ ক্রিকেটার এখন বিসিএল নিয়ে ব্যস্ত থাকায় নতুনদের প্রস্তুতি ম্যাচে সুযোগ করে দিয়েছে বিসিবি। এই ম্যাচে অংশ নেবেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের ছয়জন ক্রিকেটার।

যুব দলের ক্রিকেটাররা হলেন অধিনায়ক আকবর আলী, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম। একমাত্র শরিফুলের বিসিবি ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে বিসিবি একাদশের স্কোয়াডে টেস্ট খেলুড়ে দলের কোনো ক্রিকেটার নেই।

প্রস্তুতি ম্যাচের জন্য রবিবার বিসিবি একাদশ ঘোষণা করা হয়। সেই সাথে প্রথম টেস্টের জন্য জাতীয় দলও ঘোষণা করা হয়।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এছাড়া দলে নেই সৌম্য সরকার, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দু’জন নতুন মুখও রয়েছে। এরা হলেন ব্যাটসম্যান ইয়াসির আলী ও পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার এই সিরিজে তিনটি ওয়ানডে, দুইটি টি-২০ ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। ওয়ানডে শেষে দু’ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুরে ৯ ও ১১ মার্চ হবে দু’টি টি-২০। পূর্ণাঙ্গ সিরিজ শেষে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

বিসিবি স্কোয়াড: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন (জুনিয়র), ফারদিন অনি, সুমন খান, মাকিদুল ইসলাম মুগ্ধ, শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে টেস্ট দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনডলোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031