৮ বিভাগে পুরস্কার জেতে অপরাজিতা সংগীতা পরিচালিত ‘রিভোল্ট’ ছবিটি শ্রেষ্ঠ নির্মাতা ও স্ক্রিন প্লেসহ । ভারতের ‘হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে ৮টি পুরস্কার জিতে নিলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র । ছবিটি যেসব বিভাগে পুরস্কৃত হয়েছে সেগুলো হচ্ছে, ডিরেকশন- অপরাজিতা সংগীতা, ওভারঅল কমপ্যাক্ট প্রোডাকশন- ক্রিয়েটিভ প্রমোশনস, স্ক্রিনপ্লে- শাহাদাত রাসএল, সিনেমাটোগ্রাফি- এল অপু রোজারিও, এডিটিং- সামির আহমেদ, টাইটেল ডিজাইন- নাইমা জারিফ, ভিএফএক্স- জিসা ক্রিস্টোফার এবং ওভারঅল এক্টিংয়ে সানজিদা প্রীতি, জুলফিকার চঞ্চল, বৈদ্যনাথ অধিকারী, ইরফান হাইউম, দাউদ নূর, রিগান সোহাগ রত্ন, মিঠা মামুন, ডালিম ঢালি, আনোয়ার আনার এবং ইফতেখার আহমেদ বাবু। পরিচালক অপরাজিতা সংগীতা জানান, নারী ও তার যাপিত জীবনের বাকস্বাধীনতাহীন বাস্তবতার গল্প ‘রিভোল্ট’।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
