আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে জেল হাজাতে পাঠানোর আদেশ দিয়েছে । পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নান আজ বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মনসুর উদ্দিন হাওলাদার বলেন, আউয়ালের বিরুদ্ধে   জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে।

এই অভিযোগে গত ৩০শে ডিসেম্বর দুদকের উপ-পরিচালক  মো. আলী আকবর আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। এসব মামলায় তারা গত ৭ই জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।

আইনজীবী মনসুর বলেন, মঙ্গলবার তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। বিচারক আব্দুল মান্নান আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পরপর দু’বার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন।।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031