পুকুর চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা বড়পুকুরিয়ার খনির কয়লা চুরি নয় । বলেছেন, রক্ষকরাই এ কয়লা ভক্ষণ করেছেন। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বড় পুকুরিয়ার কয়লা চুরির অভিযোগ তদন্তের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বিদ্যুৎ ও জ্বালানী অভিযোগ অনুসন্ধান ও গবেষণা কমিশন কয়লা চুরির এই সত্যতা উদ্ঘাটন করে।  

বক্তারা বলেন, পানি মিশিয়ে এ কয়লা চুরি করা হয়েছে। লুণ্ঠনকারীদের দায়মুক্তি দিতে পারি না। তাদের বিচার করতে হবে। কয়লা চুরির সত্য উদ্ঘাটন করেছে ক্যাব-এর বিদ্যুৎ ও জ্বালানী অভিযোগ অনুসন্ধান ও গবেষণা কমিশন।

ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, কয়লা চুরিতে শুধুমাত্র সেখানকার কর্মকর্তা-কর্মচারি নয়, পরিচালনা বোর্ড, পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ব্যর্থ হয়েছে। দুদকের অভিযোগপত্রে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমসিএল) ৭ জন এমডিসহ ২৩ জন অভিযুক্ত। ক্যাবের কমিশন মনে করে ২৩ জনের সঙ্গে পেট্রোবাংলা, জ্বালানি বিভাগের কর্মকর্তারা অভিযোগভুক্ত হবেন। তারা দায় এড়াতে পারেন না।

এ সময় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, আমরা কমিটির পক্ষ থেকে ব্যাপক অনুসন্ধান করার চেষ্টা করেছি। সরকারও কমিটি গঠন করেছে। আমরা যাবতীয় সব পক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। জাতীয় সম্পদ চুরি এবং সেই চুরির বিচার না করাও বড় অন্যায়। আর বড়পুকুরিয়ায় কয়লা চুরির ঘটনা পুকুর চুরি ছাড়া আর কিছুই বলা যায় না। লুণ্ঠনকারীদের আমরা দায়মুক্তি দিতে পারি না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিশনের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক এমএম আকাশ প্রমুখ।  

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031