মার্কিন যুক্তরাষ্ট্র নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশসহ ২৫ দেশকে ৩ কোটি ৭০ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডি-র সংক্রামক রোগ বিষয়ক জরুরি রিজার্ভ তহবিল থেকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত বা ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকির মুখে থাকা ২৫ টি দেশের জন্য এ অঙ্গীকার ঘোষণা করা হয়। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে- যুক্তরাষ্ট্র সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অন্যান্য বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং ইউএসএআইডি-র কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদারদের মাধ্যমে এই তহবিল ব্যয় হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- এটি গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র দপ্তরের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের প্রথম কিস্তি। দেশগুলো হলো- আফগানিস্তান; অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, বাংলাদেশ; বার্মা (মিয়ানমার) কম্বোডিয়া, ইথিওপিয়া; কিরগিজ প্রজাতন্ত্র; লাও, মঙ্গোলিয়া; নেপাল; নাইজেরিয়া; পাকিস্তান; থাইল্যান্ড ও ভিয়েতনাম।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
