‘বিশ্বসুন্দরী জনপ্রিয় নাট্যকার চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ’। গত ডিসেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছিল এটি। কিন্তু সে সময় কিছু কাজ অসম্পূর্ণ থাকায় মেলেনি ছাড়পত্র। পরবর্তীতে সমস্ত কাজ সম্পন্ন করে গত ২ মার্চ আবারও ছবিটিকে পাঠানো হয় কাচির নিচে। সেখান থেকে বৃহস্পতিবার কোনো কাটছাট ছাড়াই ছাড়পত্র পেয়েছে ‘বিশ্বসুন্দরী’।
বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য এবং প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি জানান, ‘বৃ্হস্পতিবার বিকালে ‘বিশ্বসুন্দরী’ সেন্সর বোর্ডে প্রদর্শন করা হয়। এরপর আনকাট মুক্তির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।’ তিনি বলেন, ‘বিশ্বসুন্দরী’কে একটি পরিপূর্ণ ছবি বলে মনে হয়েছে। সেন্সর বোর্ডের সবাই ছবিটির অনেক প্রশংসা করেছেন।’
ছাড়পত্র পাওয়ার পর এবার ‘বিশ্বসুন্দরী’র মুক্তির অপেক্ষা। নির্মাণের শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে একটি বিশেষ উন্মাদনা রয়েছে। তাই সকলেই অপেক্ষায়, কবে মুক্তি পাবে ছবি। এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ‘সবে সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেলাম। ছবির মুক্তির ব্যাপারে কোনো বাধাই নেই। আসছে কোনো উৎসবে ছবিটি মুক্তি দেয়া হবে।’
‘বিশ্বসুন্দরী’র মাধ্যমে প্রথমবারের মতো রুপালি পর্দায় জুটি বেঁধেছেন হালের সেনসেশন সিয়াম আহমেদ এবং ঢাকাই চলচ্চিত্রের সেরা সুন্দরী ও মিষ্টি নায়িকাদের অন্যতম পরীমনি।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এর বিভিন্ন চরিত্রে সিয়াম-পরীর পাশাপাশি আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে।
