বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পর্তুগালের লিসবন বাংলাদেশ দূতাবাসে ।

শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় দূতাবাসের হল রুমে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজীর সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।

শুরুতে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী এবং পরে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরবর্তীতে দিবসটির তাৎপর্য ও গুরুত্বের ওপর উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, পর্তুগাল আওয়ামী লীগের নেতা জহিরুল আলম জসিম, সোহেব মিয়া, মিয়া ফরহাদ, মোহসীন হাবীব, এমএ খালেক, ইমরান ভূঞা, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031