অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই স্কুলের ছয়জন ছাত্রী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে শেরপুরে । রবিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর কবি নজরুল একাডেমিতে স্কুল চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসুস্থদের রোগ নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা।
শিক্ষার্থী আসিয়া, রাজু, স্বপ্না ও রেজাউল জানায়, দুপুরে এসেম্বলির পর স্কুল চলাকালে হঠাৎ করেই নবম শ্রেণির একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে পাশেই এক শিক্ষকের বাসায় রাখা হয়। পরে দশ মিনিটের ব্যবধানে ষষ্ঠ শ্রেণির একজন ও অষ্টম শ্রেণির চারজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। এতে স্কুলে আতংক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থদের দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কবি নজরুল একাডেমির পরিচালক রফিকুল ইসলাম বলেন, প্রথমে এক ছাত্রীর অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর কিছুক্ষণ পর আরো কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মাথায় পানি ঢালা হয়। পরবর্তীতে সবার শারীরিক অবস্থার অবনতি হলে প্রত্যেককে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা খায়রুল কবির সুমন বলেন, যেসব ছাত্রী এখানে ভর্তি হয়েছে কেউ মাথা ব্যথা, কেউ বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। তাদের সবাইকেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা অনেকেই এখন কিছুটা সুস্থতা বোধ করছে। পরে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, অসুস্থ শিক্ষার্র্থীদের যেহেতু হাঁচি, কাশি বা জ্বর নেই- সেহেতু রোগ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
