আতঙ্কিত ইউরোপের জনজীবন করোনাভাইরাসের ভয়ে । ইতালির ভয়াবহতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে স্পেন এবং ফ্রান্স। স্পেনে গত দুই সপ্তাহ আগের স্বাভাবিকতা এখন আতঙ্ক আর অস্থিরতায় রূপ নিচ্ছে ।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩০০০ এর উপর এবং মৃত সংখ্যা পৌঁছেছে ৮৯ জনে। এর মধ্যে স্পেনে অধিক সংক্রামিত শহর মাদ্রিদে সংক্রামিত হয়েছে প্রায় ১৫০০ জন এবং মাদ্রিদে মৃত্যুর সংখ্যা ৫৭ জন। স্পেনে মাদ্রিদের পর অধিক সংক্রামিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে পাইস ভাস্কো এবং কাতালুনিয়া। সংক্রমনের এই সংখ্যা প্রতিনিয়ত জ্যামিতিক হারে বাড়ছে।
স্পেন সরকার প্রধান প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ গত বৃহস্পতিবার তার দেওয়া বক্তব্যে এই মহামারি ঠেকাতে স্পেনের প্রদেশগুলোর স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছেন এবং করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে কর্মবিচ্যুতির ভাতাসহ বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রীয় কর দীর্ঘসময়ে প্রদানের সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।
