চীনা শীর্ষ এক কর্মকর্তার উদ্ভট মন্তব্যের জবাব দিতে শুক্রবার চীনা রাষ্ট্রদূতকে তলব করে যুক্তরাষ্ট্র মার্কিন সেনারা করোনা ভাইরাস বা কভিড-১৯ মহামারি সৃষ্টি করেছেন বলে । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একদিন আগে টুইট করে মার্কিন সেনাবাহিনীকে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার দাবি তোলেন। এতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাই-এর কাছে কঠোর জবাব দিতে তাকে তলব করেন এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ডেভিড স্টিলওয়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য দেয়া হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ডেভিড স্টিলওয়েল বলেছেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি শুরু করার জন্য নিজের ভূমিকার সমালোচনা থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার পথ খুঁজছে চীন। তবে তারা সেটা বিশ্বকে জানতে দিতে চায় না। তিনি বলেন, এ নিয়ে ষড়যন্ত্রমূলক তত্ত্ব প্রচার করা বিপদজনক ও উদ্ভট। আমরা (চীন) সরকারকে জানিয়ে দিতে চাই যে, এমনটা আমরা সহ্য করবো না।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
