পাকিস্তান করোনা মোকাবেলায় সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দিতে সম্মতি জানিয়েছে । দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে একটি ভিডিও কনফারেন্সের প্রস্তাব তুলেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন থেকে জল্পনা চলছিল যে এই কনফারেন্সে পাকিস্তান যোগ দেবে কিনা। তবে শুক্রবার রাতে দেশটি এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
শুক্রবার মোদি ওই আহবান জানিয়ে একাধিক টুইট করেন। সার্ক নেতাদের সঙ্গে এক হয়ে কাজ করায় মোদি যে আগ্রহ দেখিয়েছেন তাতে পাকিস্তান অবাক হয়েছে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। এর আগেও বেশ কয়েকবার মোদির অনিচ্ছার কারণে ভারতের সঙ্গে শেষ পর্যন্ত আলোচনায় বসতে পারেনি পাকিস্তান। সার্কের বিষয়েও মোদির আগ্রহ ছিল না পূর্বে।
তবে শেষ পর্যন্ত এই কনফারেন্সে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
প্রস্তাবে সাড়া দিয়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়শা ফারুকি বলেন, করোনা ভাইরাসের মত ভয়াবহ মহামারীকে মোকাবেলা করতে বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে সমন্বিত চেষ্টা গুরুত্বপূর্ন। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। পাকিস্তানের পক্ষ থেকে ড. জাফর মির্জা এতে প্রতিনিধিত্ব করবেন। যদিও নরেন্দ্র মোদি রাষ্ট্রপ্রধানদের মধ্যে ওই সম্মেলন আয়োজনের কথা বলেছিলেন। তাই পাকিস্তানের এমন ঘোষণায় ভারত কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটি এখনো বুঝা যাচ্ছে না।
