করোনাভাইরাস প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন নগরী হোক মুজিববর্ষের অঙ্গীকার বলে অভিমত প্রকাশ করে জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন । তিনি গতকাল বিকেলে নগরীর চকবাজারস্থ কাঁচা বাজারে উপস্থিত ক্রেতা সাধারণ ও বিক্রেতাদের করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক দৈনিক আজাদীর প্রচারপত্র বিতরণ, তরল সাবান দিয়ে হাত ধোয়া এবং গ্লাভস বিতরণ শীর্ষক প্রচারণাকালে বক্তব্য রাখছিলেন।
এসময় সুজন বলেন, বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এ ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। তাছাড়া করোনাভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। ফ্লু বা ঠান্ডা লাগার মতোই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। তাই সচেতনতাই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পারে। তিনি করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় সিটি কর্পোরশেনকে আগামী রমজান মাস পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করার আহবান জানান।
এছাড়া নিয়মিত ময়লা আবর্জনা অপসারণ, মশার প্রজনন কেন্দ্র ধ্বংস এবং ময়লা আবর্জনা পরিস্কার করে সেই স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে নগরবাসীকে এ ভাইরাস থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশনের মেয়রকে অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি কোন একটা অজুহাত পেলেই ব্যবসায়ীরা সিন্ডিকেটভুক্ত হয়ে জনগণের উপর চড়াও হয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জনহিতকর কর্মসূচি পালন করার জন্যও প্রয়োজনীয় সংখ্যক মাস্ক, হেঙিসল এবং হ্যান্ড সেনিটাইজার পাওয়া যাচ্ছে না। সরকারিভাবে ন্যায্যমূল্যে এসব মাস্ক, হেঙিসল এবং হ্যান্ড সেনিটাইজার বিক্রয়ের জন্যও উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন ।
সুজন বলেন, দৈনিক আজাদী করোনাভাইরাসের ব্যাপারে প্রতিদিনই সচেতনামূলক বিজ্ঞাপন ও সংবাদ প্রচার করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দৈনিক আজাদী যে উদ্যোগ নিয়েছে তিনি তার প্রশংসা করেন। তিনি দৈনিক আজাদীর প্রচারপত্র সাধারণ ক্রেতা সাধারণ এবং ব্যবসায়ীদের মাঝে বিলি করেন।
সভা শেষে তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাজারের বিক্রেতা এবং ক্রেতা সাধারণকে জীবাণুনাশক তরল সাবান দিয়ে হাত ধুইয়ে দেন। এছাড়া বাজারের ক্রেতা ও পথচারীদের সচেতনতামূলক হেঙিসল এবং হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করে দেন। তিনি বাজারের বিক্রেতাদের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ করেন এবং নিয়মিত হ্যান্ড গ্লাভস পরিধান করার অনুরোধ জানান।
