মেয়র নির্বাচিত হলে আমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে সত্যিকার অর্থে নাগরিকবান্ধব একটি সেবাসংস্থায় পরিণত করবো আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন। নাগরিক সেবায় ২৪ ঘণ্টার হটলাইন চালু করবো। নাগরিকদের জন্য কর্পোরেশনের দুয়ার ২৪ ঘণ্টা খোলা থাকবে। গতকাল মঙ্গলবার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় বক্তব্যকালে এ প্রতিশ্রুতি দেন তিনি। প্রথমে ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড দিয়ে দিনের প্রচারণা কর্মসূচি শুরু করলেও এরপর ৮ নম্বর শুকলবহর ওয়ার্ড শেষ করে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড দিয়ে দিনের গণসংযোগ কর্মসূচি শেষ করা হয়।

এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, প্রত্যেক নাগরিক কর্পোরেশনের সঙ্গে হটলাইনে সংযুক্ত থাকবে। যে কোনো নাগরিক তাদের অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারবেন। রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মার্চ মাসে একটি বড় দায়িত্ব এসে পড়েছে আমাদের সামনে। চট্টগ্রামবাসীর জন্য এটি একটি বড় সুযোগও বটে। মুজিববর্ষে হচ্ছে সিটি করপোরেশন নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনয়ন নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছি। মেয়র নির্বাচিত হলে আমি একটি পরিকল্পিত চট্টগ্রাম উপহার দিব। নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সহযোগিতা চাই।
গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর শ্রমিক লীগের সভাপতি মো. বখতিয়ার উদ্দিন খান, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, যুগ্ম-সম্পাদক এস এম খালেদ বাবলু, কাউন্সিলর প্রার্থী মোবারক আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিন পারভীন জেসী, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরোওয়ার্দীসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে উপস্থিত এমইএস কলেজে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন আজাদীকে জানান, আতুরার ডিপো, মুরাদপুর হয়ে পুরো ওয়ার্ড শেষ হওয়ার পর ৮ নং ওয়ার্ডের শুকলবহর থেকে শুরু করেন, এরপর নাসিরাবাদ হাউজিং সোসাইটিসহ পুরো ওয়ার্ড শেষ করে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে শুরু করেন। চকবাজার ওয়ার্ডে কাপাসগোলা, চকবাজার, গনি বেকারী হয়ে মেডিকেল কলেজ হয়ে শেষ করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031