ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সাগর (২৩) নামের এক যুবক নিহত হয়েছে ফটিকছড়ি উপজেলার ভূজপুরে । এসময় রনি (২৫) নামের আরেক যুবক গুরুতর আহত হয়। গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সাথে সাথে পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত বলে ঘোষণা করেন। আহত রনিকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। নিহত-আহত উভয়ের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকায় বলে জানা গেছে। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
