মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। আগামীকাল সোমবার সরকারের মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক হচ্ছে না।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘সোমবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না। মুজিববর্ষের বিশেষ অধিবেশনের কারণে বৈঠকটি না করার সিদ্ধান্ত ছিল। বৈঠক না হওয়ার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২২ এবং ২৩ মার্চ ছিল মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনের কারণেই ২৩ মার্চ সোমবার নিয়মিত মন্ত্রিসভার বৈঠক আগে থেকেই প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যতালিকায় রাখা ছিল না। পরবর্তীতে করোনার কারণে মুজিববর্ষের সেই বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে।
সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করে থাকেন।
