এটা একই সঙ্গে আমরা কতটা সভ্য তার পরীক্ষাও নিবে এই করোনা ভাইরাস শুধু আমাদের চিকিৎসা সামর্থ্যের পরীক্ষা নিবে তা না। কালকে রাতে উত্তরায় হাসাপাতালে করোনা রোগী চিকিৎসা বন্ধ করার দাবীতে মিছিল আর “এক টাকায় আহার” পেজ রিপোর্ট করে বন্ধ করার ঘটনা জেনে আমার তাই মনে হচ্ছে। প্রিয় মিছিলকারী ভাইয়েরা, দুইদিন পরেই করোনা আপনাদের ধরবে, বা আপনার আত্মীয় পরিজনকে, তখন যেনো আপনি কোনো হাসপাতালে না যান। আর যারা এক টাকার আহার পেজ রিপোর্ট করে বন্ধ করেছেন, একটু কি বলবেন তারা কোন খারাপ কাজটা করছিলো??
যাই হোক, এই অসভ্যতার বাইরে আছে অজস্র মানবিক উদ্যোগ। তাদের আমরা সালাম দেই। ডিএমসি, ডিইউ, বুয়েট, এনএসইউ- এইরকম অনেকেই এগিয়ে এসেছে। বাকী যারা আছেন তারাও মানসিক প্রস্তুতি নিন। সরকার একটা কর্মপরিকল্পনা নিয়া ভলান্টিয়ার কাজে লাগান, প্লিজ।
